পানসির ধ্যান থেকে খুলে যায় হাওয়ার নেকাব
তার ঘোরের পাশে থেমে আছে আকন্দ বন আর নাবিকের ক্লান্তি নিয়ে
হেটে যায় বিবর্ণ ছাতার ছায়া
দৈবগুন বাধা কিশোর রাখাল
হারিয়েছে  বকরির পাল,
জেবের ভিতর তার চাঁদি রূপার মোহর,
খুঁজে খুঁজে হয়রান বিস্মৃত তুত-বন
আর ঘুঘু ছানার লোভ নিয়ে
ফিরে আসে তার প্রতিটি বিকেল
পাতার হায়াত ঠোঁটে নিয়ে উড়ে যায়
মাতৃ-ঠোটঁ আর বুনে যায় পাখির খোয়ব।