আনাজের গোল বঁধু বুকেতে তোমার
গৃহস্থ লাঙল তুমি খোদার সহায়
জমির আলে রোপিত কৃষি নিরাময়
গহনার হেম বঁধু তোমার খামার
ভালোবেসে বীজতলে রোপো ধাতুবীজ
শিশু মুখে ঢালো সাল দুধ গুনাগুন
পিতলের বাকসো না পায় ফেরাউন
গলেতে বাধো পুতের সোনার তাবিজ


যৌবতী দাগের পাশে নতুন ফসল----
ধানের ছড়ার বাকে ঢুলছে যে ভোর
দানার সুলভ ঠোঁটে উড়ুক্কো খেচড়
বায়ুর  সমানু-পাতে ফলদ অফল
শাখার প্রয়াণ ঝরে পাতার বিলাপে
কাঁপছে সোনার বালা বিধবার শাপে!