মায়ের ছায়ায় ঘুমায় গাছের স্মৃতি
বরাতের রজনী ছুঁয়ে নামে বিভূতি
বেলুনির তলে গোল রুটির ময়ান
ঝিমায় মাতামহের লাল আলোয়ান
ভাঙছে রাতের পাশে সহায় সময়
শিয়রে শিশুস্মরণ খুঁজে নিরাময়
ডুকরে কাঁদে কার নীলমনি তনয়
কলাই ক্ষেতের বুকে পথ বিনিময়


কোলের ওমে ভিজে ঘুমায় মহাজন
কদমরসূল হাঁকে ----- মানভঞ্জন
চক্ষের নিমিশে মিলায় কাঠের সিঁড়ি
চৌচালা ঘরে কাঁদে,নালিশে ফরিয়াদি
সুবহেসাদিকের পাশে  ভোরের মিড়
কেউ তো বলেনি তাকে ক্ষত কি গভীর!