মরুদ্যানে নামে সে খোদার মেহমান
পাথরের পুত্তলিকা ভাঙে খানখান
হেরার বুকেতে নামে জিব্রাইল দূত
পড় তার নামে যিনি মহান মাবুদ
সওয়াল জওয়াবে উড়ে রফরফ
হাওয়ার বেগে ছিল কোন মাজাহাব
খরিদ ক্ষমাতে কাঁদে হাবসি গোলাম
উষ্ট্রের গ্রীবা ভাজে আলিফ আর লাম

আঁধার মরুতে নামে নূরের কাফেলা
তোমার নামেতে দুরূদ বেলা অবেলা
আরাফার ময়দানে বিদায় ভাষন
সহস্র সাহাবি বুঝি কাঁদে উচাটন
মুহাম্মদ নবী তুমি বিস্ময় দুনিয়া
মোহান্ধ কালের রবি ঘুম জাগানিয়া।


কবিতা #সনেট