তোমরা জানো না
কি খেলা খেলিছে রাব্বানা
নূরে নূরে প্রেম খেলা হয়
জ্বালাইয়া চাঁদ জোছনা


আসমানেতে প্রেম মাখাইয়া
জ্বালাইছে প্রেমের তারা
চল্লিশ বছরের কালে
আসিলো তার ইসারা
নূর মোহাম্মদ নবী
কল্বে তার ইসকের ছবি
তার প্রেমেতে না মজিলে
হইবে অান্ধা কানা


মদিনাতে ঘুমায় নবী
জ্বালাইয়া নুরের বাতি
যার কল্বে আজো বাজে
উম্মতি ইয়া উম্মতি
আবে হায়াতুন নবী
যার হাতে পারের চাবি
তিনি তরাইয়া নিলে
হইবে ফানাফানা।