হাড়ের ছেনীতে কাটি আপন আঙুল
ব্যান্ডেজ ফেটিতে বাঁধা ভাগ্যের আয়াত
মায়ের জঠরে ফেরে  শিশুর চিৎকার ---
আমারে ফিরায়ে,দিয়ে দাও পিতার হায়াত!
মায়ের আচলে টান আকাশ খানখান
আল্লার দোহাই মাগে হালের দ্রৌপদি
কন্যার লহুর দাগ মোছা যায় নাকি?
আত্মহত্যায় দাগ মুছে গোপনে ফরিয়াদি;
রক্তের চোরা স্রোতে মাটি চাটে ফেউ
মৃতের সৎকারে ভরা নদী মাতৃভূমি
লাশের পোষাকে দাগ খয়েরী তামাটে
পশুর খোয়াড়ে পোষা শুয়োর হারামি,
খুড়ের আঘাতে খোড়ে দেহ রক্ত হাড়
ডানে বামে দেখি রোজ বেজোড়া কবর!


বিরান ভূমির দেশে ওঠে ব্যথার শোর
মাতৃ কন্যা বোন কাঁদে বিমারের দেশে
মুখের বুকের ক্ষত ঢাকে সিজদাতে ---
চোখের জিহ্বায় ঝড়ে শুয়োরের ক্ষার;
নখরে লুকানো সেই কালিমার কালি
শঙ্খচূড়ের চোখে বাঁধা অন্ধের ঠুলী
এত যে ঢালে বিষ নীল দেশভূমে ---
তামার বুলেট দাঁত তবু তিয়াসায় মরে;
ঢেকে গেছে সূর্য চির গ্রহন বলয়ে
রাহুর দেহধর জোড়ে বাংলার আকাশে
নিশ্চুপ বকরী পাল দেখে কুরবান
হাজেরার কোলে ফিরেনা পুতের পরান
আবার পাপের প্লাবন আসে যদি হায়
কন্যাদের শুধু নিয়ো নূহের নৌকায়!