ভোরের নিদ্রা থেকে ঝড়ে পড়ে
বাদামী রোদ --- অগম পরিপাটি
শিয়েরে পঞ্চক নদী ফরিয়াদি
পিঞ্জরে বহুবিধ কথা ডানা ঝাপটায়
বাজুবন্ধে গন্ধর্ব কবজ ---- বিস্তর বরাভয়
বেদের বহরে বাধা সাতান্ন পানসী বহর
মহুয়ার বেনিতে দোলে সুতানড়ি সাপ
বিথান কাঁচুলি তলে বিষালখ্যা ছুরি
শাণ পথরের গাঁটে চম্পক ফুল
বৃদ্ধ পাথর গোনে গোপন নিধি
নুড়ির চমকে বিব্রত আধো জল
ইতস্তত ছেড়ে যায় মর্দ বজরা
বঁধুর নায়রে নাচে কলাবতী চাঁদ
মোমের নহরে জ্বলে পুরুষ্টু কুমারি রাত
লহু ধোয়া জ্যোতি চকমকি পাথর যেন
যোজন পথে ছড়ায় নকশা আলাপ
ঘোড়ার রূপালি নাল খুলে যুবক মাতাল
ফেরি করে ঘরে আনে চিনি-চম্পা ফুল
পৌষের মাঠ কনক দিনে ছড়ায় অপাপ ব্রীড়া
যোজনগন্ধা কণিকা উড়ে যুবতির ঘরে ----