সে সব মৌনকথা বৃক্ষ শোলোক
যেন ইসারায় দোলে কারো নথ
যেন বাবুই পাখির ঠোঁটের ঠং
আংটায় আটা গোপন সংসার।
কুপির ভিতর সে সকল রাত
উঠে আসে তার সুবোধ দানো
সমবৎসর ক্ষত মেরামতের দিন
গিন্নী মোরগ ডাকে কার ভোরের ব্যাথায়
সমস্ত রাতের ওপার গৃহস্থালি ভোর
পরহেজগার বান্দার ফল ফসল
কায়মনোবাক্যে জপে অনন্ত অক্ষর
এইখানে ভেঙে গেছে কুল
এইখানে ছিল ব্যকুল বাথান
ভ্রমন থেকে না ফেরা মোষের পিঠ
কালাপানি পারে নিবিড় মজলিস।
বিলিয়ে দিয়েছে তার ছানাপোনা ডিম
নদীর দিকে না ফেরা  হাওয়ায়
বাজে কার কথার ঝিলিক।