প্রমাতামহ সাং ও সাকিন চিরদূর মুনিগঞ্জ
হরফের বানানে কি মুছে যায় জন জনপদ
তোমারে ভাসায় তুলাতলি চর তোমারে ডুবায়
গোলঘর মক্তবে শিশু স্বর সহজ ধারাপাত


গাঁয়ের গোধুলি লীন হাটফেরা হাটুরে বাহাস
চরের নয়া পয়স্তী ভূমে শোর লাট লাঠিয়াল
মারি ও শোকের পাশে ছলকে তাজা রক্ত ফিনিক
তরপায় জোয়ান মরদ,ভেদ মাহামারি কাল


খলইয়ে খলবলে রূপার চিতল-- গাঙ ভাঙে
পোতা ও ভিটাটুকু থইথই, কাদেঁ পুরান কবর
নায়রীর লালটুকু নিভে গেলে বিদেশ বিভূঁই
সাকিন মুছে গেছে না দিয়ো মউয়তের খবর


কোথা দূর মুনিগঞ্জ কার দহলিজে খতিয়ান
নাম মুছে গেছে স্মৃতির তলে ঘুমায় নানাজান!