৮.*
বিরিক্ষের অগণন পাতায় তৈরি হয় এক ছায়া
তেমনি আমরাও ছড়িয়ে আছি শাখা প্রশাখায়
পাশাপাশি দাড়ালে মুছে যায় সময়ের দাগ --
বৃত্তের পরিধি রেখা --- আঁকা আছে আমাদের হাতে
তাকে টেনে নিলে মিলে যাবো একি বিন্দুতে।
৯.*
সম্ভাব্য মরন সমূহ পাশে নিয়ে হাঁটি
ক্ষয়ে যাওয়া স্নায়ু, ক্ষয়িষ্ণু আয়ু
গোপন বিমার, মারি আর দৈব দুর্ঘটনা ---
অল্প ধিরে আসে প্রতিদিন ক্ষুদ্র মরন
অল্প অল্প করে মরে যাওয়া যায়
নাকি মরন সমূহ নিয়ে বেঁচে থাকি ---
এক বারে কেউ মরে যায় নাকি?
১০.*
আগুনের শিখা পলে-পলে জ্বলে
অথবা বারবার নেভার কালে
তার মরন কি নজরে পরে
বাতাসে সওয়ার হইয়া দাবানল লাগে বনে
বহ্নির তাপে বীজ ফাটে
হাওয়ায় উড়িয়ে নেয় জীবনের বীজ
জীবন কি শুধুই জীবন মরোন-ও তো বটে।
১১.*
তুমি কি রক্ত মাংস হাড়
কোথায় থাকে তুমি কিসের ভিতর
নড়নে চড়নে আছো --- তা ছাড়া পচন পাথর
আমি কি জীবনের নাকি জীবন আমার
আমি কি মিশে যাবে মাটি জল হাওয়ায়
আমি কি থেকে যাব অসীম শূন্যতায়?
১২.
যে ব্যাধ হননের তির ছোড়ে পাখির দিকে
সে কি পাখিরে চিনে অথবা পাখিও তারে
পালকের অভ্যন্তরে যে মাংসের সুস্বাদ
তার লোভে ছুড়ে দেয় মোক্ষম তির
জীবন সমানে পালে ব্যাধ আর পলায়ন তিতির!


১৩.*
অতঃপর। নতজানু হবো নিদিষ্ট বৃক্ষের তলে।
ক্লান্ত ঘোড়া টি দাড়িয়ে থাকবে পাশে।
তপ্ত মাটি থেকে উবে যাবে রৌদ্রের ওম।
যে কোন দিক থেকে বইতে থাকবে হাওয়া।
কে জানে কোন দিকে সহজ মাকাম।
কোন দিকে সহজে যায় যাওয়া।
এমন ভাবার পর। আততায়ি দাড়াবে পাশে --
সে  কি করে জানবে আর।
মৌতের ফেরেশতা -ও আছে আমার তালাশে।