জানোতো সরল পথে নেমে আসে রোদ
স্কেলে রুল টেনে নিলে বাঁকে না মার্জিন
একই বলয়ে ঘোরে বিশ্ব -- জল জোয়ার
তবুও বিস্তর সংসয়ে আসে সহসা বক্রতা।


পকেটের নিচে যে ধুকপুক বাজে হরদম
সেও তবে ভুল করে সময় জ্ঞান
বলো এই দৃশ্যে কে সাজায় কারে
গোরস্তান এক থেকে কিভাবে হয়ে যায় তিন চার!


অসময়ে পেকে গেলে ফল -- আলগা বোটা
মাতৃগাছ নিতেই কি পারে আর তারে
পরিপক্বের মৌসুমে;কিংবা পতনের বেগ
চিরকাল এক -- বস্তু ভেদে হয় নাকো ফারাক।


চির গোপন কোন রোগ ফাঁস হয়ে গেলে
চিকিৎসার সারাংশে যে সহজ জবান,
পাড়া থেমে যায় সারা হলে মেজান
তবু থেকে যায় উনুনের ধিকিধিকি আঁচ।


যে তুমি বাউলের গার্হস্থ ছিন্ন সংস্রব
কি ইশারায় খুলে দাও মধ্য রাতের খিল
মাঝ পথে নেমে যাও নিরুদ্দেশ স্বভাব;
পুত্রের অবসানে কিভাবে মুছে মাতৃ খোয়াব।