১.
বৃষ্টি নাচে টাপুরটুপুর
কোলা ব্যাং এর পায়ে নূপুর
বাজে রুমুঝুমু
খোকার গালে কে দিয়ে যায় চুমু,
কে এলো ঐ ইস্টিকুটুম
মিষ্টি মন্ডা নিয়ে
লাল মোরগের আজকে নাকি বিয়ে!
তুমুল নাকি খানাপিনা
ঝিঁঝিঁ মশাই বাজায় বিনা
নিত্য নতুন রাগে,
এমন বিয়ে দেখিনিতো আগে;
বাদাম পাতার রঙিন পালকি
কনের বাপের ভিষন ভেল্কী
পন চেয়েছে সোনামুগের ডাল
খোকা যাবে মামা বাড়ি কাল।


২.
নদের পুকুর ইচ্ছে দুপুর
ভাসাই রঙিন খেয়া,
গন্ধে মাতাল পাইনি নাগাল
ফুটলো কদম কেয়া,
কুমোর বাড়ি মাটির হাড়ি
কত্ত রঙিন পুতুল,
পাতার বাঁশী খুকুর হাসি
টোলপরা গাল তুলতুল।