নীলজল নীল সাগরে আজ শান্ত হয়ে রয়েছে,
গগন আজ নীল ধোয়ায় ভরে গিয়েছে।
মরুর বালু হয়েছে তাপে জলন্ত অগ্নিপিন্ড,
হৃদয় পচে গিয়ে হয়েছে বেদনার লৌহদন্ড।
একবার ভালবেসেই দেখো,
নীরব সাগর আবার করবো উত্তাল,
নীল ধোয়া দূর করে জ্বালাবো আলোর মশাল,
মরুতে অভিযান করবো বৃষ্টির,
স্রষ্টা হবো  নব সৃষ্টির।
একবার ভালবেসেই দেখো,
শুকনো নদীতে আনবো টেউয়ের জোয়ার,
আনবো সুখ যত আছে কবিতার,
ফুলের পর ফুল ফুটাবো,
নতুন কবিত্ব আনবো,
একবার ভালবেসেই দেখো,
নতুন করে জাগবো,
যত হতাশার দ্বার আছে,
ভেঙে টুকরো করবো।
সমীরে সু ঘ্রাণ ছড়াবো,
ছন্নছাড়া থেকে নিয়ম মেনে চলবো,
একবার ভালবেসেই দেখো,
অসম্ভবকে সম্ভব করবো।
তরী ছুটাবো বজ্রবেগে,
নিদ্রা ভেঙে উঠবো জেগে,
একবার ভালবেসেই দেখো।