বাজারে এসেছে 'রাণী বিলকিস বিড়ি'
টানলেই মনে হবে গেছেন এ জগৎ ছাড়ি।
প্রতিদিন করিলে এক প্যাকেট শেষ
দেখা পাইবেন ক্যান্সারের দেশ।


'রাণী বিলকিস বিড়ি' গুণে মানে সমৃদ্ধ
খেতে পারেন কিশোর,যুবক ও বৃদ্ধ।
ছাত্রদের জন্য স্পেশাল ফ্লেভারে তৈরি
'রাণী বিলকিস বিড়ি'।


গাঁজা আর তামাক পাতার মিশ্রনে
অনন্য এক স্বাদে।স্বল্প দামে অমৃত পাচ্ছেন
টানলেই ভুলে যাবেন
দুঃখ-কষ্ট আছে যত মনে।
এক সপ্তাহ খেলেই আপনার পদবি পাক্কা বিড়ি খোর
বিড়ির নেশায়,হয়ে যাবেন চোর।


বাবার পকেটের টাকা
হয়ে যাবে ফাঁকা।


দিনশেষে আপনার হবে ক্যান্সার
নিরাময়ের লাগি প্রয়োজন হবে উন্নত চিকিৎসার,
ধনসম্পদ,টাকা পয়সা আছে যত বাবার
লুটে নিবে ক্যান্সারের উছিলায় ডাক্তার।
তিলে তিলে গড়া সংসার
হয়ে যাবে চুরমার।


এ বিড়ি খাইলে প্রচুর লাইন মাথায় আসে কবিতার
ঐ যা!!আজ ত বিড়ি খেয়ে বসি নাই লিখতে।কী করার আর
আসছে না মাথায় কিছু।তাই এখানেই উপসংহার।