পথের ধারের বটগাছে
বড্ড এক মৌমাছির বাসা আছে।
এ পথ ধরে হেলে-দুলে...
প্রতিদিন যায় স্কুলে
কিছু দুষ্টু ছেলে,
লুকিয়ে থাকে গাছের আড়ালে।


একদিন স্কুল ছুটি হলে..
হাঁটছি বাসায় যাব বলে,
যখনি গিয়েছি গাছের কাছে
তখনি দুষ্টরা ঢিল ছুড়েছে।


ও বা বা! মৌমাছির দল ঝাকে ঝাকে
আসছে তেড়ে আমার দিকে
যেইগো দিয়েছি দৌড়
ধপাস করে পড়ে গিয়ে পেলাম চোট।


আবার উঠে দৌড়াতেই
দেখি মৌমাছি একদম কাছেই...
কিছু দূর যেতেই
গাত্রে ফুটাল হুল,
আঃ আঃ! মৌমাছি করেছ তুমি ভুল।
যাও তোমার সাথে আড়ি
না চিনে অপরাধী..
অযথা দিয়েছ মোরে শাস্তি।