এই যে শুনুন!কী হয়েছে আপনাদের?
ঘর থেকে হচ্ছেন না কেন বের?
রাস্তাঘাটে আগের মতো যাচ্ছেন না ক্যান?
ঘরে বসে করছেন নাকি ধ্যান!!
স্কুল কলেজে ছাত্র নাই!
হাটবাজারে মানুষ নাই!
হাসপাতালে ডাক্তার নাই!
স্টেশনে যাত্রী নাই!
রাস্তাঘাটে নেই সন্ত্রাস,
ইতর ,বাদর ,বদমাইশ,
গাজাখোর- হিরোইনখোর,
কোথায় গেলো ডাকাত-চোর!
চায়ের দোকান -কফির দোকান,
বন্ধ সকল প্রতিষ্ঠান!
নেই পার্ক- জাদুঘরে ঘুরাঘুরি,
নেই কোন মারামারি!
শহরের রাস্তাঘাট,
আগের মতো নেই জমজমাট!
কোথায় গেলো প্রেমিকযুগল?
কোথায় গেলো গুন্ডার দল?
কোথায় গেলো ফেরিওয়ালা?
কোথায় গেলো ঘুষখোর শালা!
ঘুরে না কেন,রিকশার চাকা,
এখনো যে রিশাওয়ালার পকেট ফাঁকা!!
যাচ্ছেন না কেন ,মসজিদ ,গির্জা -মন্দিরে।
মানুষ দেখলে যাচ্ছেন কেন দূরে সরে?
দেখা হলে ,সালাম দিলে,
কোলাকুলি না করে ,যাচ্ছেন কেন চলে?
এই যে শুনুন ,কী হয়েছে আপনাদের?
দরজা জানালা বন্ধ করে ঘরের,
থাকছেন কেন লুকিয়ে,
ওহ!!ভয়ে,
তবে কীসের এত ভয়?
একটা ভাইরাস এসেছে যে বিশ্বময়,
তার ভয়!!লোকে কয়,
এ ভাইরাসের নাই কোন নিরাময়!
একবার ধরলে প্রাণ করবে বিনাশ,
এরই নাম "করোনা ভাইরাস"।