আলমারীর ডয়ারে একটি বাঁশি পরে আছে অযত্নে,
সেই বাঁশিটির সাথে আমার সম্পর্ক গভীর_
ছিল!কিন্তু এখন আর নেই'
আজ হঠাৎ বাঁশিটির কথা খুব মনে পড়েছে।
অতঃপর!আজ বাঁশিটি আলমারী খুলে বের করেছি,
কারণ, সেই অবহেলিত বাঁশিটিই আজ আমার দুঃখের সাথী।
তার কাছেই আমি দুঃখের কথা বলি,
সে আমার সাথে সুর মিলিয়ে দুঃখের দেয়াল ভেদ করে,
কারণ সে আমারি মতো অবহেলিত,
দুঃখের এক ক্লান্ত পান্থ,
অতঃপর!সে প্রেমিকযুগলের দুঃখের সাথী,
লায়লী-মজনু,শিরি-ফরহাদ তাকে বুকের মধ্যে চেপে রেখেছিলো,
সেই আদিম প্রেমবসন্ত থেকে আজ নবপ্রেমবসন্ত!
তবুও বাঁশি প্রেমিকযুগলের হাতিয়ার,
সেই বাঁশিটি কারো সাথে বেঈমানী করেনি,
অতঃপর! সবাই তার সাথে প্রতরণা করেছে,
যাকে সাথি করে  দুঃখেরদিন পার করলো,
তাকেই কিনা আজ অবেহলা করে?
বাঁশি এত কিছুর পরও রাগ করেনি,
করেছে অভিমান!আর এই অভিমান মানে ভালবাসা।
সেই অবহেলিত বাঁশি আজ আমার চির সঙ্গী,
মম হৃদয় ভালো রাখার মহাঔষধ;
তার প্রতি আমার ভালবাসা আজম্ম।