ওগো  তিতাস পাড়ের  সোনার মেয়ে
তুমি কোথায় গেলে হারিয়ে?
তোমায় আমি আজও খুঁজি পাগলের মতো
গ্রাম-শহর আর অরণ্য আছে যতো।


তোমাকে আমি পায়নি কোথাও,
ছেড়ে দেয়নি বিন্দুমাত্র আশাও।
তুমি কোথায়? তুমি কোথায়? যাও দেখা দিয়ে
তোমাকে কিছু বলার আছে,ওগো তিতাস পাড়ের মেয়ে।


একদা এসেছিলে ঝড়ে, আমার রাজ্যে অতিথি হয়ে,
সেই কটা দিনেই তুমি আমার কত আপন হয়ে গেলে
হঠাৎ করেই আবার কেনো গেলে, না বলে চলে।


কত কথা হয়েছিলো, তোমার সাথে ঘুরবো মেঘের দেশে,
  বিষন্নতা ছুলেই তোমায়, রাত্রি বেলায়
সেই চিরচেনা তিতাসের পাড়ে দুজনে বসবো এসে।


জোৎস্না রাতে তোমার সাথে ডিঙি নাওয়ে
বসে বসে বাদাম হাতে করবো আলাপ
একটুখানি দুষ্টুমিতে ভয় দেখাবো সাফ।


তুমি কোথায় গেলে হারিয়ে
ওগো তিতাস পাড়ের  মেয়ে
তোমার শোকে,
আমি মরছি ধুঁকে ধুঁকে।