এখনো ভাসছি ভুল মানুষের প্রেমে
স্বপ্ন দেখেছি - ছোট্ট ঘরের সুখ,
কখনো জানোনি - কত বেশি পরিচিত
মগজে এখনো তোমার কোমল মুখ!
.
আমি খুজেছিনু জোছনা-পাখির ডানা
তোমার জীবনে রূঢ় গণিতের কথা।
বনের গহীনে আহত পাখির স্বর,
বুকের ভিতর গভীর গোপন ব্যাথা!
.
মিলনের সুখে তোমার চোখেতে জল
আমার হৃদয়ে জ্বলে বিরহের মোম।
আদরে যখন রঙিন তোমার রাত,
ছটফট করি, চোখে নেই কোন ঘুম।


আমি ভাল আছি, কপালে একটু জ্বর
তুমি তো রয়েছো তেমন যেমন ছিলে।
চাঁদের শরীর, তোমাকেই মনে পড়ে
কতো সহজেই আমাকে গিয়েছো ভুলে,
কতো সহজেই আমাকে গিয়েছো ভুলে!