অলিক স্বপ্নে
শূন্যের হাতে থাকে কড়ি,
মিষ্টি রোদের উজ্বল সকাল-
রাত্রির ভাঁজে!


বস্তুত উদ্দাম জোয়ারে
আজন্ম অসুখ
মানব-সাগরে!


তবু সমস্ত রাত
চিরদিনের নদী
চিরদিনের জোৎস্নার তলে
সারা অঙ্গে ঝিলিমিলি ঢেউ
নিয়ে তাঁর;
কী স্বাভাবিক শুয়ে থাকে!