যখন পাশে থাকোনা
তোমাকে না বলা কি একটা কথা
উজ্জ্বল পংক্তির মতো মগজে জ্বলজ্বল করে।


ভাবি পরেরবার দেখা হলে
ওই শব্দগুলোই তোমার কানে কানে বলে দেব।
তোমার দুচোখ জুড়ে দেখে নেব
উপমার রোদে ভরা আলোর মিছিল!


অথচ কতোবার দেখা হয় দুজনাতে!
হাতে হাত ছুঁয়ে পাশাপাশি কতো যে হাঁটি
কিন্তু ওই শব্দগুলো আর মনে ধরেনা।
ওই পংক্তিগুলো আর ভাল লাগেনা।


বস্তুত
পৃথিবীর সমস্ত উপমার রঙ,
তোমার উপস্থিতির ঔজ্জ্বল্যে হয়ে পড়ে ফ্যাকাসে, পান্ডুর!