জীবন মানেই সাজানো নাটক যদি
কিবা আসে যায় রাত নাকি মর্নিঙে!
যারা ছুঁলো চুড়ো মজবুত আঙুলে
তারাও ঘুমালো পিঁপড়ার ডাইনিঙে!


অনেক বরফ গলে গেছে হিমালয়ে
পাখির খাঁচায় কতো গান নিভে গেছে
তবু কারো ঘরে বেজে উঠে ভায়োলিন
তবুও মানুষ স্বপ্নের ভীড়ে বাঁচে!


একদা মায়ের স্নেহের চোখের ধারে
নবীন বাছুর লাফালো তরুণ কালে
গাছের শাখায় গজাল সবুজ পাতা
নতুন কোকিল জীবনের মগডালে!


স্মৃতির উঠোনে পাতাগুলো ঝরে গিয়ে
আসলো বিকেল, ঝিমোয় রোদের ডানা
মগজের ঘাসে ঠান্ডা শিশির জমে
বুকে বেঁচে থাকে আহত পাখির ছানা!


হেলেদুলে নামে চোখের পাতায় ঘুম
ঘুরে অবিরাম দেয়ালে ঘড়ির কাঁটা!
ফুলের পাপড়ি নিভে যায় বনে বনে
হাসছে কালের চিতাবাঘ ডোরাকাটা!
হাসছে কালের চিতাবাঘ ডোরাকাটা!!