তৃষ্ণা না চেনা মানুষগুলোর তৃষ্ণার্ত  শহরে  যদিও নিয়মিত আসে ঐ শুভ্র আইসক্রিমওয়ালা!


কিন্তু পকেটভর্তি মার্বেল নিয়ে ছুটে গেছি বারবার এ আমি এক দুরূহ মাছি
কতোবার কতোরকম! বসে ছিলাম  অজ্ঞাত গাছের অনিশ্চিত ডালে। না এপার না ওপার!


তবু কানায় কানায় ভরপুর টলটলে পুকুরের অবিমিশ্র জলে পুনরায় ওযু করি - বস্তুত সকল তারিফ তোমার, তুমি দয়াময়!


অতঃপর আমি দুধ খেয়ে মধু বমি করি!