ধারালো ছুরিতে গাঁথা
অবনত একলা জীবন কাটে;
নিঃসঙ্গতা আঁকড়ে ধরেছি রোজ।
কতদিন হয়ে গেল তোমার পাইনা কোন খোঁজ!

বই'র ভাঁজের মতো দুঃখগুলো সাজিয়ে রেখেছি।
ঘরের দরোজা বন্ধ।
অভিমানে বিষণ্ণ কোন গান বেঁধে যাই রোজ।
কতদিন হয়ে গেল তোমার পাইনা কোন খোঁজ!


এমন জীবন আমি চাইনি তো!
যেখানে মাতাল স্মৃতির তাগড়াই ঢেউ আসে রোজ
কতদিন হয়ে গেল তোমার পাইনা কোন খোঁজ!