যেই রাত্রিতে বাতাসে জোছনা ভাসে,
মন-দিগন্তে ডুবে যায় কেন চাঁদ!
পথে পথে ঘুরি ব্যাথাতুর মন নিয়ে,
লোনা অশ্রুতে মরিবার হয় সাধ!


চোখের তারারা  আঁধার ঝড়েও জ্বলে।
মোলায়েম গালে ঘুমায় অস্তরাগ!
তোমার নরোম রক্তিম ঠোঁট ভেবে
মগজে ছুটছে চুম্বন-চিতাবাঘ।

হাত ধুয়ে নিয়ে প্রণয়ের ডাইনিঙে
পাতে বেড়ে দেয়া সফেদ মাছের পেট।
রাতের শরীরে জোছনার ঢলাঢলি;
হৃদয়ে গলছে কামনার চকোলেট।


দেহের কলম, বেদনার অক্ষরে
কে যেন লিখছে মিলনের দৃঢ় কাঁটা!
প্রাণের সাগরে ঢেউ গুনে নিতে গেলে
জিভের চিনিতে মেনে নাও প্রিয় ভাটা!