কল্পনার হাঁসের পেটে সত্যিকারের ডিম।
সোনার ডিম। কিন্তু চিনতে পারি নাই। কেননা সবাই
চিনতে পারেনা। কেউ কেউ পারে। যারা পারে
তারা জেনেটিক্যালি পারে। যারা পারেনা, কঠোর
পরিশ্রম করেও পারেনা। কেননা সোনার হাঁস কি
করে জানবে যে ডোবায় যত ফোঁটা পানি
থাকে সেটা তার পালকের সমানুপাতিক?