প্রণয়ের ঘাটে পতন ঘটেছে, হায়!
যতটুকু ভাবো, তার চেয়ে ঢের বেশি
জোছনা যখন নদীর পাঁজরে শোয়
নিশ্চিত আমি, তোমাকেই ভালোবাসি।
.
প্রিয়তমা যদি পাশাপাশি থাকে মোর
আমার সকল দুঃখ ব্যাথার কালে
শুধু মুখে বলা - ভালোবাসি, ব্যাস তাতে
আমার আঁধারে আশার প্রদীপ জ্বলে।
.
সুর্য যখন সন্ধ্যায় নিভু নিভু -
জীবনকে নয়, তোমাকেই বেছে নেবো।
বুঝে নিও প্রিয়, লাজুক ছেলের প্রেম!
তোমার হাতেই রক্ত-গোলাপ দেবো।
.
তোমাকে চেয়েছি, তেমন, যেমন তুমি,
উড়ে যদি যাও আকাশে দেবোনা বাঁধ।
প্রেমের বাবুই - সাজিয়ে রেখেছি বাসা;
নীড়ে ছেড়া খড়; তোমাকে পাবার সাধ!
.
কখনো আসেনি, রক্তে এমন স্রোত,
অবশেষে বুঝি অমিয় প্রেমের বাণী;
- কখনো পারিনি অভিনয় করে ঘৃণা -
ভালবাসা মানে কামনার কোরবানি!