প্রচন্ড গরমে
অবস্তা চরমে
যন্ত্রনাতে মাথাটাযে, করে টন টন।
বাতাসটা গেল থেমে
সকলেই যাই ঘেমে
কাজে কভু আর নাহি বসে মন।


আকাশটা মেঘে ভরা
মাঝে মাঝে দেই ক্ষরা
মনে হয় এখনি নামিবে বাদল।
সুরু হয় ছুটা ছুটি
পড়ে খায় লুটো পুটি
রাখাল তাড়িয়ে নেয় গরু ছাগল।


যখন নামলো বাদল
তখন খাইলোরে দোল
আমজনতার সবার হৃদয় মাঝে।
আজি শ্রাবনের ধারা
কভু নাহি মানে তারা
সকলেই মন তার বসায় কাজে।


গাঁয়েরই চাষি যারা
নাই আজ বসে তারা
ধানেরি জালা তারা করিছে রোপন।
কিষানিরা ঘরে বসে
উল্লাসে মরে শেষে
নতুন দিনের আজ দেখিছে স্বপন।


থেমে গেলে বর্ষা
গগণ হয় ফর্ষা
বয়ে যায় শীতল হাওয়া।
কাজেরই ফাকে ফাকে
বিশ্রাম নেই লোকে
সময় মত নেই সেরে খাওয়া দাওয়া।