বৃষ্টির স্মৃতি
মোঃ হাদিসুর রহমান


আজকে আবার আকাশ দেখি
কাল মেঘে ঢাকা।
পিট পিটিয়ে বৃষ্টিতে আজ
বন্দ গাড়ির চাকা।


বর্ষা দিনে ঘরের কোনে
ভাবছি বসে একা।
এমন সময় সৃতির পাতায়
বাল্য কালের দেখা।


শৈসবে যখন বৃষ্টির দিনে
স্কুলেতে যেতাম।
বর্ষায় ভিজে কাদা মাটি মেখে
কতই মজা পেতাম।


পলি ব্যাগে বই জামা রেখে ঐ
দল বেধে দিতাম ছুট।
কেউবা পড়ে চিত হত আর
কেউবা হতাম ভুট।


বাড়ি ফিরে যেতাম যখন
খেতাম মায়ের বকা।
ঠান্ডা লেগে জ্বর হবে তোর
বুঝিসনা ক্যান বোকা।

জিবিকার টানে আজকে আমি
মার থেকে অনেক দুরে।
আর পারিনা লিখিতে আমি
চোখে যে এল ভরে।