গাছ গাছালি দুলছে হাওয়ায়
ঝড় বুঝি ঐ এলোরে।
দমকা হাওয়ায় চাঁষির ঘরের
চালটা খুলে নিলরে


মড় মড় মড় মড়াত করে
ভাংলো গাছের ডাল।
পাকা ধানে মৈ দিলো আজ
কাল বোশেখির কাল।


নামলো বাদল ঝড়ের সাথে
কালো আধার রাত।
কাল বোশেখি ঝড়ের মাঝে
পোহাইনাতো রাত।


আজকে বাদল কাল ভুলে তার
ঢালছে চোখের জল।
তার দুখেতে তাইতো চাঁষির
চোঁখটা যে টলমল।


পাকা ধানের মাঠটা যে তার
জলেতে ভরপুর।
কাল বোশেখি ছিনিয়ে নিল
চাঁষির গানের সুর।