ও আমার গাঁয়ের ছেলে
প্রতিবেশী
পড়শী আপন জন।
কষ্টে আছি তোদের ফেলে
দিবানিশী
কাদে আমার মন।


ও পরানের পড়শী ভাই
তোদের, ভুলে থাকা দায়।
তোরা মোরে ভুলতে পারিস
আমি তোদের ভুলি নাই।


সারা গাঁয়ের মাটি আমার
মায়ের মতই দামি
দুরে যতই পাইনারে সুখ,
তবু অসহায় যে আমি।


কারন,
চোখ মুদিলে ভেসে ওঠে
আমার গাঁয়ের স্মৃতি।
আমার গাঁয়ের মাটির গন্ধে
বাড়িয়ে দেয় প্রিতি।


গাঁয়েতে মোর দুশমন যারা
তারাও আপন জন।
দুরের বন্ধু হয়না কভু
প্রানের প্রিয়ো জন।


তাইতো তোদের বাশি ভালো
দুর হয়ে যায় মনের কালো
সপ্নে তোদের পেলে।


যতই আমি রইনা সুখে
বুকটা আমার ভরা দুঃখে
একলা তোদের ফেলে।