♣ অসহায় ♣
মোঃ হাদিসুর রহমান


তুমি যদি ভাব ভাই
ভাব তাকে নিয়ে ।
যার দুটি চোখ নাই
চলে লাঠি দিয়ে।


ঠক ঠক করে লাঠি
খুজে নেই পথ।
আধার এই দুনিয়াতে
লাঠি যার রথ।


আপন করুনাতে প্রভু
দিয়েছেন চোখ।
তাই সদা দেখি মোরা
এই দিবা লোক।


ভেবে ভেবে দিশে হারা
হবে তুমি ভাই।
পাঁ দুটি নাই যার
কত অসহায়।


দামি জুতা নাই দেখে
আফসুস কর।
যার দুটি পা নেই
তাকে স্বরন কর।


হাতের বাহাদুরি দেখাও
কিল ঘুসি মেরে।
হাত দুটি নাই যার
কিভাবে সে ধরে।


সুরের বড়াই করে
গেওনাতো গান।
মনে রেখো এই সুর
আল্লারি দান।


যতো নিয়াত আছে
তোমার মাঝে।
তারিপ করো তারি
সকাল সাঝে।