অভাগী
মোঃ হাদিসুর রহমান


বুলবুল ভাই ঘুমিয়ে আছে
চতুর্দিকে জালনা খুলে।
স্বপন পুরে ঘুরতেছে সে
বাস্তবতার খেয়াল ভুলে।


পর্যটনে আসছে সেতো
খাগড়া ছড়ির হিলে।
ঘুরা ঘুরির কথা ছিল
সবার সাথে মিলে।


সব কিছু সে ভুলে গেল
পাগলা হাওয়া পেয়ে।
বাবার পাসে বসে আছে
অভাগি দুই মেয়ে।


মেয়ে দুজন ভাবছে এখন
কোথায় যাব হায়।
ঘোরা ঘুরির স্বাধ মেটেনি
বাবা বোঝেনাই।


বাবা যে তাদের ঘুমের পাগল
ঘুমিয়ে ডাকেন নাক
সুযোগ পেলেই ঘুমিয়ে যাবে
থাক বাকি সব থাক।