শ্রাবণে গগণ জুড়ে
কালো মেঘে ভরা।
থেমে থেমে বাদল নামে
মাঝে দেয় ক্ষরা।


এরি ফাকে কাজ কর্ম
নিতে হয় সেরে।
অলসতায় আসে ঘুম
দুচোখ ঘিরে।


শ্রাবণের ধারা আজি
থামিছে না আর।
গগনে মেঘের ভেলা
দিতেছে সাতার।


খাল বিলে ভরে পানি
করে টলোমল।
মাছ ধরে হয় খুশি
তাই জেলে দল।