নিজের দোষ ঢাকতে যারা
অন্যের ঘাড়ে চাপে।
জন্ম তাদের হয়নিকো ভাই
হয়নি বৈধ বাপে।।


অন্যকে যে দুষি বানায়
নানান মিথ্যার ছলে।
নানান রকম ফন্দি যুক্তি
ইনিয়ে বিনিয়ে বলে।।


জন্ম তাদের নয়কো বৈধ
তাইতো গীবত বলে।
দুর্বলকে পারে কেবল
ফেলতে রোষানলে।।


সবলের কাছে বিড়াল ছানা
দুর্বলের কাছে বীর।
বাচন ভঙ্গি যেনো তাদের
দুধে ধোয়া পীর।।


নিজেদের ভুল পদে-পদে
স্বীকার নাহি করে।
খাইলে ধরা বাচার জন্য
চাপায় অন্যের পরে।।


এরাই হলো স্বার্থান্বেশী
আজব জাজাবর।
স্বার্থের লাগি বানায় আপন
স্বার্থের লাগি পর।।