আজকে চাষির খুসি মনে
ধান উঠিবে ঘরের কোনে
আনন্দে তাই সুনছেরে গান
বাজিয়ে তাদের মোবইল ফোনে


হটাৎ দেখি আকাশ কালো
বিষ্টিও তাই নেমে এলো।
সকল ধান তার ভাসিয়ে নিল
সেই স্রোতের টানে।


তাইতো চাসির মন ভালোনা
ঋনের বোঝা সোধ হলোনা
চাষির মুখে নাইরে হাসি
মন বসেনা গানে।


চাষীর মাথায় হাত উঠেছে
ভাগ্যে এ তার কি জুটেছে
ভরা মসৌসুম পার করেছে
সুধু যে দিন গুনে।