ছবির মতন
মোঃ হাদিসুর রহমান


ভুয়াছড়ি গ্রাম খানি
ছবির মতন।
পাহাড়ের ঢালে ঢালে
ছড়ানো রতন।


সবুজ চাদরে ঢাকা
পাহাড়ের বাক।
রুপখানি দেখে তুমি
হবে নির্বাক।


আম জাম কাঠাল লিচু
আরো কত ফল।
খেলে তোমার মন খানি
হবে যে শিতল।


হাবা মেয়ের শিথীর মত
বাকা মেঠো পথ।
লাল ইটে ঢাকা আছে
আরো কিছু পথ।


এ গাঁয়ের মানুষ গুলি
সরল সোজা।
কষ্ট করে কামাই রুজি
ঘামেতে ভেজা।


অল্প কিছু আছে সেথা
সমাজের পোকা।
গরীব চাষিদের সদা তারা
দেয়যে ধোকা।


গরীবের মাথায় যারা
কাঠাল ভেঙ্গে খায়।
সামনে কদর পলেও তাদের
পিছে কদর নাই।


তবুও গ্রাম খানি
ছবির মতন।
কিছু দিন থাকলে সেথায়
ভাবিবে আপন।