কারে বুঝাই মনের দুঃখ
বাুঝার মানুষ নাই।
বিবেক মিয়া মারা গেছে
গোটা দুনিয়ায়।।


নীতি ভানু দেশ ছেড়েছেন
স্বার্থ বাবুর গম নে।
জুলুম মশাই হাল ধরেছেন,
সব রেখেছেন দমনে।।


নীতি গানের প্রয়োগ নাই
কেবলই সুখ কানে।
গানে শুধু সুর খোঁজে ভাই
কেউ খোঁজেনা মানে।।


সু-শিক্ষা আজ পড়ছে ঢাকা
কু-শিক্ষার ই তলে।
সাদা টাকা পড়ছে ঢাকা
কালো টাকার তলে।।


বেশি কিছু লিখবো না আর
এখন টানি ইতি।
উচিত কথা লিখার দরুন
হতে পারে ক্ষতি।।


সত্য এখন তিক্ত হলো
উচিত হলো ঝাল।
সত্য মিথ্যার দন্দ তবু
থাকবে চিরকাল।।