আর কত কাল ঘুরবে একা
মনের মানুষ যায়না দেখা?
জীবন থেকে এমনি ভাবে
দিন ফুরিয়ে যায়।
থাকতে সময় নাওনা খুজে
কষ্ট কতো করবে নিজে?
জীবন সঙ্গি আনো তোমার
বাড়ির আঙ্গিনায়।


দেখবে তোমার আওলা মনে
দিচ্ছে নতুন সপ্ন বুনে
তোমার দুঃখে দুঃখি হওয়ার
পাবে আপন জন।
তোমার সকল ব্যাথার দিনে
নিচ্ছে তোমায় কাছে টেনে
তোমায় নিয়ে দেখছে সদা
সুখেরী স্বপন।


আর দেরি নয় কর শাধী
থাকবে সুখে নিরো বধী
পিতা মাতা গুরু জনের
নিয়ো মতা মত।
খোদার দেয়া বিধান মতে
চলবে সদা দিনে রাতে
ধন্য হবে তোমার জীবন
ধন্য আখেরাত।