ভরা সবুজ ঘাসে।


আমার বাড়ির সারা উঠোন
ভরা সবুজ ঘাসে।
সবুজ সাখার বাহারি গাছ
দাড়িয়ে চারি পাশে।


আমার বাড়ির চারদিকে ঐ
দেখবে ধানের মাঠ।
এক কোনে তার রইছে আবার
সেই যে টাটের হাট।


আমার বাড়ির পিছন দিকে
যে পুকুরটি আছে।
বর্ষাকালে যায় যে ভরে
নানান রকম মাছে।


পাকা ধানের মাঠ দেখিলে
ভরে সবার আখি।
ঝাকে ঝাকে আসে তখন
হরেক রকম পাখি।


আমার বাড়ির তাল গাছেতে
যখন পাকে তাল।
পর্শিরা সব ছুটে আসে
হয়ে যে মাতাল।


এই বাড়িতেই জন্ম আমার
জন্মেছে মোর বাপে।
পুর্ব পুরূস একের পর এক
গেছে ধাপে ধাপে।


খানপুর গাঁয়ের ফকির বাড়ির
নামটা সবার জানা।
আসতে সবার রইলো দাওয়াত
নয়তো কারো মানা।