হে মধুমিতা,তুমি বুঝেছিলে।
হে মধুমিতা,তুমি খুজে ছিলে আমায়।


তোমার দুই চোখে,দেখেছি আমি আমার প্রতি তোমার ভালোবাসা।
তবুও পারিনি মুখ ফুটে বলতে,পারিনি তুমি আমার এই কথাটি বলতে।


হে মধুমিতা,তুমিতো আমার।
সকাল হলে কেন বলোনি শুভ সকাল?
তোমার দিকে ছেয়েছিলাম আমি সারা বিকাল।


তোবুও তুমি পারনি বলতে যে,তুমি আমার।
অঝোর ধারায় আকাশে কত মেঘ বয়ে যায়, আমাকে ভেবে কেন তুমি বৃষ্টির অপেক্ষায়?


তোমার হাসির মায়ায় পড়ে আমিও যে শেষ।
কি জাদু করলে তুমি? কাজ করে বেশ।


মধুমিতা!!
তোমার কাছে দুর্বল আমি কেন জানি না।
তোমায় আমি এক মুহূর্ত বলতে পারিনা।