কখনো যদি মনে পরে আমায়,
খুজে নিয়ো তুমি সৃতির পাতায়।
কোনো দিন ফিরে যদি আসো তুমি,
তখনো পাশে পাবে আমাকে তুমি।


আজো ভালোবাসি তোমাকে আমি,
যদিও ভুলে গেছো আমাকে তুমি।


আমার জীবনের গল্পে এসেছিলে তুমি,
কী করে বলো তোমায় ভুলে যাবো আমি।
ভালোবাসার যে প্রদীপ জালিয়েছো হ্রদয়ে,
তুমি বিনে কি সে প্রদীব আলো দিবে আমারে?
তোমার সৃতি নিয়ে আজো বেচে আছি।
বাঁচবো কী মরবো জানিনা আমি।


আজো ভালোবাসি তোমাকে আমি,
যদিও ভুলে গেছো আমাকে তুমি।


চোখে চোখ রেখে তুমি স্বপ্ন দেখিয়েছিলে,
আজ তুমি চলে গিয়ে আন্ধা বানিয়েদিলে।
ভালোবাসোনি কভু তুমি করেছিলে ছলনা,
মন নিয়ে খেলা করে দিয়ে গেলে বেদনা।
আজ আমি কষ্টের সাগরে সাঁতার কাটি,
বাঁচবো কী মরবো জানি না আমি।


আজো ভালোবাসি তেমাকে আমি,
যদিও ভুলে গেছো আমাকে তুমি।


তুমি বিশ্বাসের দেয়ালে যে ঘর বানিয়েছিলে,
নিজেই তা নিজ হাতে আজ তুমি ভেঙ্গেদিলে,
তুমি পুরোটা জীবন-পথে সঙ্গি হবেনা তবে,
আশ্বাস দিয়ে কেন মাঝ পথে ছেড়ে গেলে?
নির হারা পাখি আমি তোমাকেই খুঁজি,
বাঁচবো কী মরবো জানি না আমি।


আজো ভালোবাসি তোমাকে আমি,
যদিও ভুলে গেছো আমাকে তুমি।