*জামিয়ায় আমাদের বিদায় অনুষ্টানে আমার কন্ঠে গাওয়া বিদায়ী সংগীত * আজও স্মৃতির পাতায় জরিয়ে রেখেছি!!!



জীবন পথের পথিক মোরা
একলা পথ চলতে হয়
পথের মাঝে
অচেনা কাহারো সাথে
হয়ে যায় কখনো পরিচয়।


সেই পরিচয়ে
হয়েছি মোরা
মনের বন্ধনে বন্ধু!


ও বন্ধু আমার!
মনে রেখ তুমি
তোমার বন্ধুর স্মৃতি গুলু!!!


হাতে হাত রেখে মোরা
এক সাথে চলেছি
সুখে দুঃখে বন্ধুর
পাশে মোরা রয়েছি।
মারামারি দুষ্টামি
কভু অভিমানি
পারবনা আমি কভু
ভুলতে এ সবি।


ও...নিয়তির লিখনে
যদি জুদা হতে হয়!
মনে রেখ এ আমারে
ভুলনা কভু।


উস্তাদের স্নেহ-মায়া
ভালবাসাতে
প্রভুর দেয়া জ্ঞাণ
শিখেছি এ পথে।
খুব ছুট্ট ছিলাম আমি
তোমাদের মাঝে
ভুল যদি করি কভু
ক্ষমা করো আমারে।


ও...কর্মের তাগিদে
যদি দূরে যেতে হয়!
মনে রেখ এ আমারে
ভুলনা কভু।


পথের ধারে যদি
কভু হয় দেখা
ভালবাসাতে বুকে
টেনে নিয়ো মাথা।
মরনের পরে ফের
দেখা হবে জানি
প্রার্থনা করি মোরা
হই যেন জান্নাতি!


ও...সময়ের তালে-তালে
যদি কোথা যেতে হয়!
মনে রেখ এ আমারে
ভুলনা কভু।


ও বন্ধু আমার!
মনে রেখ তুমি
তোমার বন্ধুরর স্মৃতি গুলু!!!


তারিখ-২০১৪
স্থান- চট্টটগ্রাম।