তাঁরা জানে তার আসল ঠিকানা,
তবুও চাঁদের সাথে করে বাহানা।


তাঁরা বলে...
ওগো নয়তো তোমার মতো
উজ্জ্বল আমার গগন,
তবুও মনে কুটি খণ্ড মিলে
ছোট্ট একটি তপন।


চাঁদ বলে...
আমি মিষ্টি আলোয় আকাশ হাসাই
হারিয়ে যাও তুমি,
ওগো আমায় দেখে বছর গোনে
হিজরী সনের গুণী।


তাঁরা বলে...
আমায় দেখে  পথ খুঁজে পায়
পথ হারানো পান্থ,
তোমার আলোয় পায়না খুঁজে
সুঁই সুতার প্রান্ত।


চাঁদ বলে...
আমায় ভালোবেসে খোকন খোকা
মামা বলে ডাকে,
ওগো কতো কবি আমায় নিয়ে
কাব্য মালা গাঁথে।


তাঁরা বলে...
ছন্নছাড়া মনের সখা
নিজেকে আড়াল করে,
কুটি তাঁরা কে সঙ্গী করে
দুঃখের কথা বলে।


আকাশ বললো...
চাঁদ তারা এক সুতোর মালা
মহাকাশের সৌন্দর্য,
তোমরা ছাড়া আকাশটা যে
রূপ হীন ভাস্কর্য।