তুমি ছাড়া আমি হায়,
বেঁচে থাকা বড় দায়।
কভু পারবনা ছেড়ে যেতে।
কভু পারবনা অন্যের হতে।


অনেক চাওয়ার পরে পেয়েছি তোমায়,
কেটেছে অনেক রাত ভেবেছি তোমায়।


প্রিয় জন্ম নিয়েছো তুমি রঙ্গিন ভবে,
শুধু আমার জীবন সাথী হবে বলে।


আমি প্রভুর কাছে কত চেয়েছি তোমায়,
যেন বৌ বানিয়ে আমার ঘরকে সাজায়।


হাজার মেয়ের মাঝে একটি মেয়ে তুমি,
যার গুণের মাঝে দোষ পাইনা খুঁজি।


জানি মুখের হাসিতে তুমি কষ্ট লুকাও,
লোক আরালে চক্ষু জলে বালিশ ভিজাও।


ধন্য আমি আজ পেয়ে তোমায়,
হাজার সুকর প্রভু তোমায় জানায়।