জীবন নদী চলছে বয়ে
অজানা কোন অচিনপুরে
জানে না সে তার সিমান্ত
তবু ছুটছে বয়ে অক্লান্ত।


লোহার বাঁধ ছেদ করে সে
পার হয়ে যায় অপান্তরে
এপার যদি পার ভাঙ্গে সে
ফের ওপার তিরে চর গড়ে।


ঐ নদীর বুকে ঝড় এলে
উথাল পাতাল ঢেউ তোলে
কত মাঝি পথ ভুলে যায়
নাও ডুবে যায় নদী-কোলে।


ময়লা আবর্জনায় নদীর
যদি হয় ঘোলাটে পানি
তখন পরিবেশে অযোগ্য সে
সবার লাগি বিপদগামী।


স্বচ্ছ পানির আশায় আছে
কত প্রাণী পিপাসিত
তুমি তাদের তৃষ্ণা মিটে
সেবায় হও নিয়োজিত।