মাগো তুমি খোদার দেয়া আমার অহংকার,
গর্ভে ধারন করে জীবন দিয়েছো উপহার।


দশ মাস দশ দিন গর্ভে রেখে সয়লে যন্ত্রণা,
কষ্টে কাতর তবুও মনকে দিয়েছো শান্তনা।


প্রসব বেদনায় মৃত্যু মুখে দাঁড়িয়ে মা তুমি,
শহীদ হলে তবুও আমায় জন্ম দিলে তুমি।


কতটা ভালোবাসলে মানুষ জীবন করে দান,
সবটার উর্ধে মাগো তোমার আাকাশ চুম্বি শান।


এতো বড় ঋণের বোঝা কেন দিলে মা তুমি,
কী করে মা করবো শোধ ক্ষমা দিয়ো তুমি।


করতাম দাবি প্রভুর কাছে জানতাম যদি আমি,
হতাম আমি গেলমান তবু ফিরে দিতাম স্বামী।