নদীর তীরে আমার একটা
খড়ের ছাউনি বাড়ি
রড সিমেন্ট আর ইট নয়
মাটির গাঁথনি তারি।


মেঘলা আকাশ দেখলে আমার
মন করে দুরমুরি
এই না বুঝি ঝড় এসে মোর
চাল নিয়ে যায় উড়ি।


ভিতু কষ্টে জড়িত মনে
ভাবি তখন আমি
থাকতো যদি দালান কোটা
হতাম যদি ধনী!


বৃষ্টি এলে ঘুম ধরে না
খড়ের ছাউনি ঘরে
জলের ঢেউয়ে কখন জানি
যাব নদীর তরে।


বৃষ্টি এলে ধনীর কনে
রিমঝিম ঝিম নাচে
তখন আমি দোয়া করি
ঘর যেন মোর বাঁচে!