পথিকের পথে রাজ্যের কাঁটা
চলতে বড় ভয়,
পথিক আজ কাঁটার ভয়ে,
পথেই থমকে রয়।


পথিক তখন তুলতে কাঁটা
ঘুষের কাঁটা নাড়ে,
ঘুষের কাঁটায় রাজ্যের কাঁটা
পথিক চিনে নারে।


আজ দু'কাঁটায় রাজ্য অচল
জ্ঞানি পথিক মরে,
মুর্খ পথিক সুযোগ পেয়ে
বসতবাড়ি করে।


রাজ্যের এমন দশা হওয়ায়
মানুষ দুঃখে মরে,
কর্মের সঠিক ফল না পেয়ে
পথিক হত্যা করে।