বাবুইর বাসা,তাল গাছে
অদি বসত, বাবুইদের
পূর্বপূরুষেরা এখনই জন্মছে, মরেছে।
একদিন রৌদ্র মুছে যাওয়া বিকেল
একটি দাঁড়কাক এসে বললো,
"শুনো, এটা আমার গাছ।এ গাছটি ছেড়ে দাও।"
বাবুই পাখি গুলো আবাক হয়ে তাকিয়ে রইলো।
"বলে কি মশাই?"
সব বাবুই পাখিরা এক সাথে চেঁচিয়ে উঠলো।
"না।এটা আমাদের। আমাদের বাপ দাদা তাল গাছ।"
দাঁড় কাক বললো,
"তোমার শীঘ্রই ছেড়ে চলে যাও। আমার বাবার ভুঁই, ।
নইলে ভালো হবেনা বলছি।"
বাবুই গুলো অসহায় মতো তাকিয়ে রইলো।
নিরীহ বাবু গুলো মাথায় চোখ তুলে, মনে মনে বল্লো
"কি বলে মশাই।"
দুষ্ট কাকাটি কি করলো জানো?
এমনে ওর বড় তীক্ন ঠোঁট দিয়ে,একটি ছোট্ট বাবু বাবুই
পাখিকে খোঁচা মেরে, রক্ত বের করে ফেলো।
সব বাবুই পাখিরা ক্ষ্যাপে যাচ্ছে।
কেউ কেউ ভীতু হয়ে ভাবছে,"কাকের কত বড় দেহ,
ধারালো ঠোঁট আমরা কি পারবো?"
দুষ্ট কাকটা আরো হিংসুটে হয়ে উঠলো।
আর বলছে,"বাঁচতে চাও তো  গাছ ছাড়ো।"
বাবুইদের দলনেতা চিৎকার করে বল্লো,
" কখনই না।আমরা এই আবাস ছাড়বো না।"
সবাই সাথে সাথে বলতে লাগলো,
"আমরা ছাড়বো না।জন্মছি এখনে মরবো এখানে।"
কাক আর বাবুইদের সাথে  বেঁধে গেলো যুদ্ধ।
কাক একা এত গুলো বাবুইর সাথে পারে?
কেউ মাথা উপর ঠুকরাচ্ছে উড়ে উড়ে।
কেউ  খোঁচ্ছে।
কাক উপায় না পেয়ে উড়ে পালালো।
দুষ্ট কাকটা আর কোনদিন তাল গাছ দখল করতে আসনি।
বাবুই গুলো আবারো আনন্দে উড়তে লাগলো আকাশে।